আমি প্রতিটি মুহূর্তে তোমাকে অনুভব করি । দিনে শত হাজার বার তোমাকে মিস করি । তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ । তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার কলিজার টুকরা ।
তুমি ছাড়া আমার পুরো পৃথিবী শূন্য । প্রতিটি নিঃশ্বাসে তোমার হতে চাই । তাই তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি চাই, তুমি শুধু তোমার জন্মদিনেই নয়—প্রতিটি দিন, প্রতিটি ক্ষণে সুখী হও, শান্তিতে থাকো। কখনো কষ্ট তোমাকে স্পর্শ না করুক ।
সবার মতো আমি শুধু জন্মদিনে শুভেচ্ছা জানাতে চাই না। আমি চাই, প্রতিদিন, প্রতিটা সকালে তুমি নতুন আশায় জেগে উঠো, নতুন স্বপ্ন দেখো । তুমি সবসময় হাসো, খুশিতে থাকো, আর থাকো আল্লাহর হেফাজতে থাকো পর্দার সাথে থেকে তুমি যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করো—এটাই আমার প্রার্থনা।
শুধু এ জীবনে নয়, আমি চাই পরকালেও তুমি সুখে-শান্তিতে থাকো । আর কোনো দুঃখ,কষ্ট যেনো তোমাকে কখনো স্পর্শ না করতে পরে । আল্লাহ যেন আমার এ চাওয়া গুলো পূরণ করেন , আমিন
তোমার স্বপ্নগুলো একদিন পূরণ হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, তুমি পারবে। আল্লাহ তোমাকে নেক হায়াত ও অফুরন্ত শান্তি দান করুক । আর একটাই চাওয়া আমাদের পূর্ণতাটা যেন খুব তাড়াতাড়ি হয়…
আমার দৃঢ় বিশ্বাস তুমি এবার এইচ. এস. সিতে ভালো করবা এবং ভালো একটা মেডিকেল কলেজে চান্স পাবা ইনশাআল্লাহ ।
My love and respects always only for you
Yours,
Secret Love